@ পলিথিন কি
পলিথিন হলো ইথিলিনের পলিমার ।এটি অত্যন্ত নমনীয় এবং জল রোধক পদার্থ ।
@ এর ব্যবহার উল্লেখ করো :-
এর ব্যবহার গুলি হল – টেবিলের ঢাকনা ,খেলনা ,সিমেন্টের বস্তা ,বৈদ্যুতিক তারের আচ্ছাদন প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহার করা হয় ।
@ পলিমারের শ্রেণীবিভাগ কর এবং এদের ব্যবহার উল্লেখ করো ।
উৎসের উপর ভিত্তি করে পলিমারকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় ১) প্রাকৃতিক পলিমার ২) সংশ্লেষিত বা কৃত্রিম পলিমার ৩) অর্ধ কৃত্রিম বা অর্ধ সংশ্লেষিত পলিমার ।
@ প্রাকৃতিক পলিমার :-
প্রকৃতি থেকে অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদের দেহ থেকে যে সমস্ত পলিমার পাওয়া যায় তাদের প্রাকৃতিক পলিমার বলে । যেমন – সেলুলোজ, প্রোটিন ইত্যাদি।
@ কৃত্রিম পলিমার :-
রসায়নাগারে কৃত্রিমভাবে তৈরি পলিমারকে সংশ্লেষিত বা কৃত্রিম পলিমার বলে। যেমন - পলিইথিলিন, পিভিসি (PVC) ইত্যাদি।
@ অর্ধ সংশ্লেষিত বা অর্ধ কৃত্রিম পলিমার:-
প্রাকৃতিক পলিমার এর সঙ্গে অন্য পদার্থের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কৃত্রিম ভাবে যে পলিমার তৈরি হয় তাকে অর্ধ সংশ্লেষিত বা অর্ধ কৃত্রিম পলিমার বলে ।যেমন :-সেলুলোজ নাইট্রেট প্রাকৃতিক পলিমার সেলুলোজ এবং নাইট্রিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়।
@ তাপের প্রভাব এর উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ
> থার্মোপ্লাস্টিক পলিমার:-
তাপের প্রভাবে যে সমস্ত পলিমারের আকৃতি পাল্টানো যায় বাঁকানো যায় বা গলানো যায় তাদের থার্মোপ্লাস্টিক পলিমার বলে । এই ধরনের পলিমার তাপ এবং তড়িৎ এর কুপরিবাহী এবং জলরোধক হয় ।যেমন :- পিভিসি (PVC) ,পলিথিন।
> থার্মোসেটিং পলিমার:-
যে সমস্ত পলিমার কে প্রস্তুতির সময় কেবলমাত্র একবার উত্তাপে বিগলিত করে নরম অবস্থায় ছাঁচে ফেলে আকৃতি দান করা যায় কিন্তু জমে কঠিন হয়ে যাওয়ার পর আর তাকে নরম করা যায় না তাদের থার্মোসেটিং পলিমার বলে। যেমন পেট (PET) , বেকেলাইট ইত্যাদি।
@ বিভিন্ন পলিমার এবং তাদের ব্যবহার:-
পলিইথিলিন :- এটি একটি কৃত্রিম পলিমার। যা জলের পাইপ ও ট্যাংক ,বালতি ,মগ ,জানলার নেট ,বৈদ্যুতিক তারের অন্তরক তৈরিতে ব্যবহৃত হয়।
নাইলন:- এটি একটি কৃত্রিম পলিমার ।যা ব্রাশ ,মশারি ,ছাকনি ,দড়ি, মাছ ধরার জাল , বস্ত্র ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।
প্রাকৃতিক রবার:- এটি একটি প্রাকৃতিক পলিমার । রবার তৈরিতে এবং রবার জাতীয় দ্রব্য তৈরিতে এটি ব্যবহৃত হয়।
সেলুলোজ:- এটি একটি প্রাকৃতিক পলিমার,অন্তরক পদার্থ হিসেবে , কাগজ শিল্পে এবং বস্ত্র শিল্পে ব্যবহৃত হয়।
পলিভিনাইল ক্লোরাইড (PVC) :- এটি একটি কৃত্রিম পলিমার বৈদ্যুতিক তারের আচ্ছাদন গ্রামোফোন রেকর্ড জলের পাইপ তৈরিতে ব্যবহৃত হয়।
@ সিমেন্ট কি ?
সিলিকা , অ্যালুমিনা, লাইম ও আয়রন অক্সাইড এর মিশ্রণকে উচ্চতাপে উত্তপ্ত করলে এক প্রকার চূর্ণ পাওয়া যায় , যা জলের সঙ্গে বিক্রিয়ায় জমে কঠিন পদার্থে পরিণত হয়। একেই সিমেন্ট বলে।
@ সিমেন্টের উপাদান গুলি কি কি ?
সিমেন্টের উপাদান গুলি হল ক্যালসিয়াম অ্যালুমিনেট ও ক্যালসিয়াম সিলিকেট।
@ সিমেন্ট জলের উপস্থিতিতে জমাট বাঁধে কেন?
সিমেন্ট জলের উপস্থিতিতে ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়ায় জমাট বেঁধে কঠিন পদার্থে পরিণত হয় কারণ জমাট বাধার সময় সিমেন্টের উপাদান গুলির জল সংযোজন এবং আর্দ্র বিশ্লেষণ ঘটে । সিমেন্টে জল দিলে সিমেন্টের মধ্যস্থ ক্যালসিয়াম যৌগগুলি আদ্র বিশ্লেষণ ঘটে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেট এর কেলাস গঠন করে এই কেলাসগুলি একটি অপরটির মধ্যে প্রবেশ করে জালকের সৃষ্টি করে এবং দৃঢ়ভাবে জমাট বাঁধে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন