পরমাণুর নিউক্লিয়াস :: ATOMIC NUCLEUS @ নিউক্লিয়াস :- পরমাণুর কেন্দ্রে অবস্থিত একটি ক্ষূদ্রতম অংশ যার মধ্যে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও ভর অবস্থান করে তাকে পরমাণুর নিউক্লিয়াস বলে। N N হল পরমাণুর নিউক্লিয়াস। @ নিউক্লিয়াস ধনাত্মক আধান যুক্ত কণিকা প্রোটন এবং তড়িৎ নিরপেক্ষ কণিকা নিউট্রন দ্বারা গঠিত। @ তেজস্ক্রিয়তা কাকে বলে ? যে ধর্মের জন্য সাধারণত কিছু উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌল সব অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এবং নতুন মৌলের পরমাণুতে পরিণত হয় তাকে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় বিঘটন বলে। ইউরেনিয়াম ও থোরিয়াম ও রেডিয়াম এই ধরনের কতগুলো ভারি মৌলের পরমাণুর নিউক্লিয়াস নিজে থেকেই যেকোনো অবস্থায...