- বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে এবং ইব্রাহিম লোদীকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেন।
- পিতার দিক থেকে বাবর তৈমুর লং এর উত্তরসূরী।
- মাতার দিক থেকে চেঙ্গিস খাঁর উত্তরসূরী।
- পানিপথের প্রথম যুদ্ধের পর বাবর নিজেকে দিল্লির বাদশা বলে ঘোষণা করেন।
- খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয় বাবর এবং রানা সংগ্রাম সিং এর মধ্যে।
- খানুয়ার যুদ্ধে বাবর জয়লাভ করেন।
- গোয়ালিয়রের চান্দেরি দুর্গের মেদিনী রায়ের নেতৃত্বে রাজপুত্র সঙ্ঘবদ্ধ হয়েছিল এবং বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এই যুদ্ধে মেদিনী রায়কে পরাজিত করে চান্দেরি দুর্গ দখল করেন বাবর।
- 1529 খ্রিস্টাব্দে গঙ্গা এবং ঘর্ঘরা নদীর সঙ্গমস্থলে বাবর মাহমুদ লোদীকে পরাজিত করেন এবং এই যুদ্ধ ঘর্ঘরার যুদ্ধ নামে পরিচিত।
- বাবর উজবেগি ও তুর্কিদের কাছ থেকে তুঘলুমা যুদ্ধনীতি আয়ত্ত করেন।
- বাবর যুদ্ধক্ষেত্রে রুমি পদ্ধতি অনুসরণ করেন।
- বাবর পানিপথের প্রথম যুদ্ধে প্রথম আগ্নেয়াস্ত্রসহ ব্যবহার করেন।
- বাবর এর আত্মজীবনী তুজুক ই বাবরি তুর্কি ভাষায় রচিত একটি লেখা।
- বাবুর দুটি মসজিদ স্থাপন করেন প্রথমটি পানিপথের কাবুলিবাগে আর দ্বিতীয়টি রোহিলাখডের সম্বলে।
- কালিঞ্জর দুর্গের অধিপতি প্রতাপারুদ্র বিরুদ্ধে হুমায়ুন যুদ্ধযাত্রা করেন 1531 খ্রিস্টাব্দে।
- দৌরার যুদ্ধে ইব্রাহিম লোদীর ভাই মামুদ লোদী এবং চুনা দুর্গের অধিপতি শের খাঁ একটি সম্মিলিত শক্তি জোট গঠন করেন এই শক্তির বিরুদ্ধে হুমায়ুন যুদ্ধ করে এই শক্তিজোট কে হারিয়ে দেয়।
- কনৌজের যুদ্ধে হুমায়ূন এবং তার ভাই কামরান শেরশাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে শেষ পর্যন্ত হুমায়ুন পরাজিত হন এবং শেরশাহ দিল্লি আগ্রার অধিপতি হন।
- শেরশাহ দিল্লিতে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন।
- হুমায়ুনের সমাধি স্তম্ভ কে তাজমহলের প্রোটোটাইপ বলা হয়ে থাকে।
- হুমায়ুনের বোন গুলবদন বেগম হুমায়ুনের আত্মজীবনী রচনা করেছিলেন জাহান্নাম হুমায়ুননামা।
- শেরশাহ ছিলেন হাসান খানের পুত্র এবং হাসান খান ছিল সাসারামের জায়গীরদার।
- 1540 খ্রিস্টাব্দে শেরশাহের শাসক হন।
- 1540 সালে বিল্লগ্রাম বা কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন।
- শেরশাহের শাসন ব্যবস্থায় দিওয়ান ই ওয়াজিরত ছিলেন অর্থ ও রাজস্ব বিভাগের প্রধান।
- দিওয়ানি আরিজ ছিলেন সামরিক প্রধান।
- দেওয়ানী রসালত বিদেশ মন্ত্রী।
- দেওয়ান-ই-ইমশা যোগাযোগমন্ত্রী।
- শেরশাহের রৌপ্য মুদ্রা দাম হিসেবে অভিহিত করেছিলেন যা 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচলিত ছিল।
- চারটি গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শেরশাহ। সোনারগাঁ থেকে সিন্ধু পর্যন্ত। আগ্রা থেকে বহরমপুর পর্যন্ত। যোধপুর থেকে চিতোর পর্যন্ত। লাহোর থেকে মুলতান পর্যন্ত।
- দিল্লির নিকটে যমুনা নদীর তীরে নতুন শহর নির্মাণ করেন।
- মালিক মোহাম্মদ জায়সীর লেখা বিখ্যাত হিন্দি রচনা পদ্মাবতীর প্রকাশিত হয়েছিল।
- শেরশাহ হযরত আলা খেতাব করায়ত্ত করেন।
- তিনি তার সারা রাজ্যে রুপায়া নামে মুদ্রা প্রবর্তন করেন।
@ তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ে এবং যা বর্জন করলে বস্তুর উষ্ণতা কমে। @ অবস্থার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু কেবলমাত্র উষ্ণতা বৃদ্ধি করে তাহলে সেই তাপকে বলা হয় বোধগম্য তাপ। বস্তুর উষ্ণতা বৃদ্ধি থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় @ উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধু কেবলমাত্র অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ হল লীন তাপ। লীন তাপ এর মাত্রীয় সংকেত - L^2T^-2। @ অন্যভাবে লীন তাপ এর সংজ্ঞা দেওয়া যেতে পারে:- নির্দিষ্ট চাপে একক ভরের কোন পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমান তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের সংশ্লিষ্ট অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে। @ ক্যালরিমিতির মূলনীতি :- ভিন্ন উষ্ণতার একাধিক বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনা হলে বস্তু গুলির মধ্যে তাপের আদান প্রদান ঘটে যদি অন্য কোন ভাবে তাপক্ষয় না হয় তাহলে উষ্ণ বস্তুগুলি দ্বারা বর্জিত তাপ এবং শীতল বস্তুগুলি দ্বারা গৃহীত তাপ সমান হয় এটাই ক্যালরিমিতির মূলনীতি। @ অর্থাৎ কোন বস্তু দ্বারা গৃহীত তাপ = বস্তুর ভর × বস্তুর আপেক্ষিক তাপ × উষ্ণতার ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন