- All GK
- ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে ছিল স্বাধীনতার পূর্বে এবং বর্তমানে এটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত।
- ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে অবস্থিত এবং এই লাইনটি ভারতের অরুণাচল প্রদেশ কে চীন অধিকৃত তিব্বত থেকে আলাদা করেছে।
- রেডক্লিপ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত।
- 24 তম প্যারালাল লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত।
- লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের কাশ্মীর এর মধ্যে অবস্থিত
- 28 তম প্যারালাল লাইন ভারতের কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর এর মধ্যে অবস্থিত।
- হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত।
- ম্যাগিনট লাইন ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত।
- গ্রেট চ্যানেল আন্দামান-নিকোবর ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত।
- 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত।
- নয় ডিগ্রী চ্যানেল মিনিকয় এবং লাক্ষাদ্বীপ এর মধ্যে অবস্থিত।
- 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ এবং মিনিটের মধ্যে অবস্থিত।
- মান্নান উপসাগর ও পক প্রণালী ভারত ও শ্রীলংকার মধ্যে অবস্থিত।
- ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান ও লিটন আন্দামান এর মধ্যে অবস্থিত।
- নাঙ্গা পর্বত 8126 মিটার উচ্চতা কাশ্মীরে অবস্থিত এবং নামচাবাড়ওয়া 7756 মিটার উচ্চতা অরুণাচল প্রদেশে অবস্থিত।
- শিবালিক পর্বত জম্মু জম্মু পাহাড় অরুণাচল প্রদেশে ডাফলা , মিরি, আ্যবোর ,মিশমি পাহাড়, উত্তরাখণ্ডের ধ্যাং , দুন্দ ওয়া পর্বতশ্রেণী, নেপালের চুড়িয়া ঘাট নামে পরিচিত।
- মধ্য হিমালয় এর অপর নাম লেসার হিমালয় বা লোয়ার হিমালয়।
- লাদাখ পর্বতশ্রেণী ট্রান্স হিমালয় বা তিব্বত হিমালয় অবস্থিত।
@ তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ে এবং যা বর্জন করলে বস্তুর উষ্ণতা কমে। @ অবস্থার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু কেবলমাত্র উষ্ণতা বৃদ্ধি করে তাহলে সেই তাপকে বলা হয় বোধগম্য তাপ। বস্তুর উষ্ণতা বৃদ্ধি থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় @ উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধু কেবলমাত্র অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ হল লীন তাপ। লীন তাপ এর মাত্রীয় সংকেত - L^2T^-2। @ অন্যভাবে লীন তাপ এর সংজ্ঞা দেওয়া যেতে পারে:- নির্দিষ্ট চাপে একক ভরের কোন পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমান তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের সংশ্লিষ্ট অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে। @ ক্যালরিমিতির মূলনীতি :- ভিন্ন উষ্ণতার একাধিক বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনা হলে বস্তু গুলির মধ্যে তাপের আদান প্রদান ঘটে যদি অন্য কোন ভাবে তাপক্ষয় না হয় তাহলে উষ্ণ বস্তুগুলি দ্বারা বর্জিত তাপ এবং শীতল বস্তুগুলি দ্বারা গৃহীত তাপ সমান হয় এটাই ক্যালরিমিতির মূলনীতি। @ অর্থাৎ কোন বস্তু দ্বারা গৃহীত তাপ = বস্তুর ভর × বস্তুর আপেক্ষিক তাপ × উষ্ণতার ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন