সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

COMPETITIVE GK PART 2 GEOGRAPHY


  • All GK
  •  ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে ছিল স্বাধীনতার পূর্বে এবং বর্তমানে এটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত।
  • ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে অবস্থিত এবং এই লাইনটি ভারতের অরুণাচল প্রদেশ কে চীন অধিকৃত তিব্বত থেকে আলাদা করেছে।
  • রেডক্লিপ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত।
  • 24 তম প্যারালাল লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত।
  • লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের কাশ্মীর এর মধ্যে অবস্থিত
  • 28 তম প্যারালাল লাইন ভারতের কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর এর মধ্যে অবস্থিত।
  • হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত।
  • ম্যাগিনট লাইন ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত।
  • গ্রেট চ্যানেল আন্দামান-নিকোবর ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত।
  • 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত।
  • নয় ডিগ্রী চ্যানেল মিনিকয় এবং লাক্ষাদ্বীপ এর মধ্যে অবস্থিত।
  • 8  ডিগ্রি চ্যানেল মালদ্বীপ এবং মিনিটের মধ্যে অবস্থিত।
  • মান্নান উপসাগর ও পক প্রণালী ভারত ও শ্রীলংকার মধ্যে অবস্থিত।
  • ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান ও লিটন আন্দামান এর মধ্যে অবস্থিত।
  • নাঙ্গা পর্বত 8126 মিটার উচ্চতা কাশ্মীরে অবস্থিত এবং নামচাবাড়ওয়া 7756 মিটার উচ্চতা অরুণাচল প্রদেশে অবস্থিত।
  • শিবালিক পর্বত জম্মু জম্মু পাহাড় অরুণাচল প্রদেশে ডাফলা , মিরি, আ্যবোর ,মিশমি পাহাড়, উত্তরাখণ্ডের ধ্যাং , দুন্দ ওয়া পর্বতশ্রেণী, নেপালের চুড়িয়া ঘাট নামে পরিচিত।
  • মধ্য হিমালয় এর অপর নাম লেসার হিমালয় বা লোয়ার হিমালয়।
  • লাদাখ পর্বতশ্রেণী ট্রান্স হিমালয় বা তিব্বত হিমালয় অবস্থিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবম শ্রেণী :: ভৌত বিজ্ঞান :: অধ্যায় :-6 :: তাপ

@ তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ে এবং যা বর্জন করলে বস্তুর উষ্ণতা কমে। @  অবস্থার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু কেবলমাত্র উষ্ণতা  বৃদ্ধি করে তাহলে সেই তাপকে বলা হয় বোধগম্য তাপ। বস্তুর উষ্ণতা বৃদ্ধি থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় @ উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধু কেবলমাত্র অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ হল লীন তাপ। লীন তাপ এর মাত্রীয় সংকেত - L^2T^-2। @ অন্যভাবে লীন তাপ এর সংজ্ঞা দেওয়া যেতে পারে:- নির্দিষ্ট চাপে একক ভরের কোন পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমান তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের সংশ্লিষ্ট অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে। @ ক্যালরিমিতির মূলনীতি :- ভিন্ন উষ্ণতার একাধিক বস্তুকে  পরস্পরের সংস্পর্শে আনা হলে বস্তু গুলির মধ্যে  তাপের আদান প্রদান ঘটে যদি অন্য কোন ভাবে তাপক্ষয় না হয় তাহলে উষ্ণ বস্তুগুলি দ্বারা বর্জিত তাপ এবং শীতল বস্তুগুলি  দ্বারা গৃহীত তাপ সমান হয় এটাই ক্যালরিমিতির মূলনীতি। @ অর্থাৎ কোন বস্তু দ্বারা গৃহীত তাপ = বস্তুর ভর × বস্তুর আপেক্ষিক তাপ × উষ্ণতার ...

দশম শ্রেণী : জীবন বিজ্ঞান : পপুলেশন

১) পপুলেশন কি? ¶ -  বিশেষ কোন ভৌগলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীব গোষ্ঠী কে বলা হয় পপুলেশন।  অর্থাৎ কোন বিশেষ বাস্তু তন্ত্রের বা বাসস্থানের কোন প্রজাতিভুক্ত সমস্ত জীবের সমাহারই হলো পপুলেশন বা জনসংখ্যা। ২) পপুলেশন এর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য গুলি কি কি? ¶ - পপুলেশন এর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হলো :-  ক) পপুলেশন ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি  :- কোন ভৌগলিক অঞ্চলের একক ক্ষেত্রে বা একক আয়তনে যে পরিমাণে কোন প্রজাতির জীব বাস করে তাকেই পপুলেশন ঘনত্ব বলে । যেমন :- কোন একটি বনে প্রতি বর্গ কিলোমিটারে যতগুলো হরিণ কিংবা যতগুলো হাতি থাকে প্রতি একর জমিতে যতগুলো আম গাছ থাকে সেই সংখ্যাটি কে পপুলেশন ঘনত্ব হিসেবে ধরা হয়। খ) নেটালিটি বা জন্মহার :- পপুলেশন প্রজাতির সদস্যরা যে হারে সন্তান-সন্ততি জন্ম দেয় তাকে বলে ন্যাটালিটি। অর্থাৎ  একক সময়ে জনন এর মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাকে ন্যাটালিটি বলে। গ) মর্টালিটি বা  মৃত্যুহার :- একক সময়ে কোন পপুলেশন এ যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে মর্টালিটি বা  মৃত্যুহার বলে। ...

সপ্তম শ্রেণী :- পলিথিন ও পলিমার

@  পলিথিন কি  পলিথিন হলো ইথিলিনের পলিমার ।এটি অত্যন্ত নমনীয় এবং জল রোধক পদার্থ । @ এর ব্যবহার উল্লেখ করো :- এর  ব্যবহার গুলি হল – টেবিলের ঢাকনা ,খেলনা ,সিমেন্টের বস্তা ,বৈদ্যুতিক তারের আচ্ছাদন প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহার করা হয় । @ পলিমারের শ্রেণীবিভাগ কর এবং এদের ব্যবহার উল্লেখ করো । উৎসের উপর ভিত্তি করে পলিমারকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় ১) প্রাকৃতিক পলিমার ২) সংশ্লেষিত বা কৃত্রিম পলিমার ৩) অর্ধ কৃত্রিম বা অর্ধ সংশ্লেষিত পলিমার । @ প্রাকৃতিক পলিমার :- প্রকৃতি থেকে অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদের দেহ থেকে যে সমস্ত পলিমার পাওয়া যায় তাদের প্রাকৃতিক পলিমার বলে । যেমন – সেলুলোজ, প্রোটিন  ইত্যাদি। @ কৃত্রিম পলিমার :- রসায়নাগারে কৃত্রিমভাবে তৈরি পলিমারকে সংশ্লেষিত বা কৃত্রিম পলিমার বলে। যেমন - পলিইথিলিন, পিভিসি (PVC) ইত্যাদি। @ অর্ধ সংশ্লেষিত বা  অর্ধ কৃত্রিম পলিমার:- প্রাকৃতিক পলিমার এর সঙ্গে অন্য পদার্থের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কৃত্রিম ভাবে যে পলিমার তৈরি হয় তাকে অর্ধ সংশ্লেষিত বা অর্ধ কৃত্রিম পলিমার বলে ।যেমন :-সেলুলোজ নাইট্রেট প্রা...