Article দুই প্রকার :- indefinite article ( a ,an) definite article ( the) .
1. Uses of 'A'
@ যখন কোন word consonant দিয়ে শুরু হয় তার আগে A বসে।
যেমন:-a ball. A cow.
@ যখন কোন শব্দ O দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ ওয়া এর মত হয় ।
যেমন :- a one rupee note.
@ যখন কোন শব্দ U দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ ইউর মত হয়।
যেমন:- A university. A Union.
@ অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে।
যেমন:- A mr.maity call you.
@ ঐরকম একজনকে বোঝাতে A ব্যবহার করা হয়।
যেমন:- He thinks he is a rabindranath.
@ Each or per বোঝাতে A ব্যবহার করা হয়.
যেমন:- he earns rupees five hundred a (Per) day .
@ few, little, lot of, good deal ইত্যাদির পূর্বে এবং many এরপরে A ব্যবহার হয়।
There are a few books on the table.
2 . Uses of 'an'
@ Vowel এর আগে।
An apple.An orange.
@ কোন শব্দ যদি consonant দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি Vowel এর মত হয় তার আগে An বসে।
An M.L.A
AN M.P
AN S.D.O
@ যদি কোন শব্দ h দিয়ে শুরু হয় এবং এর উচ্চারণ অনুচ্চারিত হলে অর্থাৎ উহ্য থাকলে তার আগে An বসে.
An hour. An hotel.
3 Uses of the :-
@ নির্দিষ্ট করে কোন কিছু বোঝাতে ।
The book. The bird.
@ নদ-নদী সাগর মহাসাগর পাহাড় পর্বত ধর্মগ্রন্থ সংবাদপত্র ট্রেন জাহাজ বিমান বদ্বীপ মরুভূমি প্রভৃতি বিশেষ কিছু নামের আগে the ব্যবহার হয়।
The sun.
The Ganga.
The Bay of Bengal.
The Gita.
The Amanda bazaar.
The Sahara.
@Common noun সমগ্র জাতিকে বোঝালে তার আগে The বসে।
The cow.
@ proper noun common noun হিসেবে ব্যবহৃত হলে the বসে।
. Kalidas is the Shakespeare of India.
@ superlative degree আগে the বসে।
He is the best boy in the class
@ কোন uncountable noun কে নির্দিষ্ট করতে হলে the বসে.
The water of Ganges is sacred.
@ comparative এর পূর্বে adverb হিসেবে the বসে।
The sooner the better.
@ কোন কিছুর বিশেষ অংশ বোঝাতে adjective এর পূর্বে the বসে।
he likes the yellow of an egg.
1. Uses of 'A'
@ যখন কোন word consonant দিয়ে শুরু হয় তার আগে A বসে।
যেমন:-a ball. A cow.
@ যখন কোন শব্দ O দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ ওয়া এর মত হয় ।
যেমন :- a one rupee note.
@ যখন কোন শব্দ U দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ ইউর মত হয়।
যেমন:- A university. A Union.
@ অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে।
যেমন:- A mr.maity call you.
@ ঐরকম একজনকে বোঝাতে A ব্যবহার করা হয়।
যেমন:- He thinks he is a rabindranath.
@ Each or per বোঝাতে A ব্যবহার করা হয়.
যেমন:- he earns rupees five hundred a (Per) day .
@ few, little, lot of, good deal ইত্যাদির পূর্বে এবং many এরপরে A ব্যবহার হয়।
There are a few books on the table.
2 . Uses of 'an'
@ Vowel এর আগে।
An apple.An orange.
@ কোন শব্দ যদি consonant দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি Vowel এর মত হয় তার আগে An বসে।
An M.L.A
AN M.P
AN S.D.O
@ যদি কোন শব্দ h দিয়ে শুরু হয় এবং এর উচ্চারণ অনুচ্চারিত হলে অর্থাৎ উহ্য থাকলে তার আগে An বসে.
An hour. An hotel.
3 Uses of the :-
@ নির্দিষ্ট করে কোন কিছু বোঝাতে ।
The book. The bird.
@ নদ-নদী সাগর মহাসাগর পাহাড় পর্বত ধর্মগ্রন্থ সংবাদপত্র ট্রেন জাহাজ বিমান বদ্বীপ মরুভূমি প্রভৃতি বিশেষ কিছু নামের আগে the ব্যবহার হয়।
The sun.
The Ganga.
The Bay of Bengal.
The Gita.
The Amanda bazaar.
The Sahara.
@Common noun সমগ্র জাতিকে বোঝালে তার আগে The বসে।
The cow.
@ proper noun common noun হিসেবে ব্যবহৃত হলে the বসে।
. Kalidas is the Shakespeare of India.
@ superlative degree আগে the বসে।
He is the best boy in the class
@ কোন uncountable noun কে নির্দিষ্ট করতে হলে the বসে.
The water of Ganges is sacred.
@ comparative এর পূর্বে adverb হিসেবে the বসে।
The sooner the better.
@ কোন কিছুর বিশেষ অংশ বোঝাতে adjective এর পূর্বে the বসে।
he likes the yellow of an egg.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন