সিন্ধু নদীর উৎস মানস সরোবর হ্রদ এর কাছে এবং পতনস্থল আরবসাগর। সিন্ধুর উপনদী গুলির মধ্যে উল্লেখযোগ্য হল শতদ্রু ,বিপাশা ,ইরাবতী ,বিতস্তা, চন্দ্রভাগা। শতদ্রু নদী মানস সরোবরের রাক্ষসহ্রদ থেকে উৎপত্তি হয়ে শিপকিলা গিরিপথের কাছে ভারতে প্রবেশ করেছে। শতদ্রু নদীর উপর নির্মিত বাঁধ হল ভাকরা নাঙ্গাল। থেন ড্যাম ইরাবতী নদীর উপর অবস্থিত। গঙ্গার ডান তীরের উপনদী গুলো হল যমুনা ও শোন। গঙ্গার বাম তীরের উপনদী গুলো হল রামগঙ্গা , গোমতী,ঘর্ঘরা, গন্ডক, বাগমতী,কোশী, বুড়িগন্ডক,মহানন্দা। ফরাক্কাও টেহরী ড্যাম ভাগীরথী নদীর উপর অবস্থিত। যমুনা হল ভারতের দীর্ঘতম নদী, যমুনোত্রী হিমবাহ থেকে সৃষ্ট, গঙ্গার উপনদী এটি। যমুনার উপনদী গুলো হল চম্বল ,বেতোয়া,কেন,সিন্ধু। অসম ব্যারেজ যমুনার উপর অবস্থিত। কালাগড় বাঁধ রামগঙ্গার উপর অবস্থিত। রাপ্তি, সারদা,সরযূ এগুলি ঘর্ঘরার উপনদী। তিব্বত নেপাল সীমান্তে অবস্থিত গন্ডক। কালীগন্ডক,মায়ানগাডী,বারিত্রিশূলী ইত্যাদি হল গন্ডকের উপনদী। কোশী নদীর উপনদী গুলো হল অরুণ,কুমার। কোশী ভারতের সর্বাধিক গতিপথ পরিবর্তন কারী নদী। ছোটনাগপুরের খামারপোত পাহাড়ে দামোদর নদের উৎসস্থল। বরাক...