সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মুঘল সাম্রাজ্য ইতিহাস

বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে এবং ইব্রাহিম লোদীকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেন। পিতার দিক থেকে বাবর তৈমুর লং এর উত্তরসূরী। মাতার দিক থেকে চেঙ্গিস খাঁর উত্তরসূরী। পানিপথের প্রথম যুদ্ধের পর বাবর নিজেকে দিল্লির বাদশা বলে ঘোষণা করেন। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয় বাবর এবং রানা সংগ্রাম সিং এর মধ্যে। খানুয়ার যুদ্ধে বাবর জয়লাভ করেন। গোয়ালিয়রের চান্দেরি দুর্গের মেদিনী রায়ের নেতৃত্বে রাজপুত্র সঙ্ঘবদ্ধ হয়েছিল এবং বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এই যুদ্ধে মেদিনী রায়কে পরাজিত করে চান্দেরি দুর্গ দখল করেন বাবর। 1529 খ্রিস্টাব্দে গঙ্গা এবং ঘর্ঘরা নদীর সঙ্গমস্থলে  বাবর মাহমুদ লোদীকে পরাজিত করেন এবং এই যুদ্ধ ঘর্ঘরার যুদ্ধ নামে পরিচিত। বাবর উজবেগি ও তুর্কিদের কাছ থেকে তুঘলুমা যুদ্ধনীতি আয়ত্ত করেন। বাবর যুদ্ধক্ষেত্রে রুমি পদ্ধতি অনুসরণ করেন। বাবর পানিপথের প্রথম যুদ্ধে প্রথম আগ্নেয়াস্ত্রসহ ব্যবহার করেন। বাবর এর আত্মজীবনী তুজুক ই বাবরি তুর্কি ভাষায় রচিত একটি লেখা। বাবুর দুটি মসজিদ স্থাপন করেন প্রথমটি পানিপথের কাবুলিবাগে
সাম্প্রতিক পোস্টগুলি

HISTORY PART 4

জৈন ধর্মের মতে বহু প্রাচীনকাল থেকে কতজন তীর্থঙ্কর প্রচার করে গেছেন 24 জন। সর্ব প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর বর্ধমান। ত্রয়োবিংশ তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। পার্সোনাথ প্রবর্তিত চতুর্যামের তিনটি হলো অহিংসা ,সত্য এবং আচৌর্য। এর চতুর্থটি হলো অপরিগ্রহ। খ্রিস্টপূর্ব অষ্টম শতকে কোশল রাজবংশে পার্শ্বনাথ এর জন্ম হয়। মহাবীরের জন্ম হয় আনুমানিক 540 খ্রিস্ট পূর্বাব্দে। মহাবীরের পিতার দেওয়া নাম ছিল বর্ধমান। মহাবীরের মাতা ছিলেন লিচ্ছবি বংশীয় রাজকন্যা ত্রিশলা। মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা। মহাবীর 30 বছর বয়সে সংসার ত্যাগ করেন। মাত্র 12 বছর কঠোর সাধনা করেন ঋতু পালিকা নদীর তীরে। মহাবীরের কৈবল্য বা সিদ্ধিলাভ করার পর নাম হয়েছিল জিন বা জিতেন্দ্রিয়।   মহাবীরের পাঁচটি নীতি পঞ্চমহাব্রত নামে পরিচিত। সত্য বিশ্বাস, সত্য জ্ঞান, সত্য আচরন এই তিনটি হলো মহাবীর এর ত্রিরত্ন। ত্রিরত্ন এর সাহায্যে সিদ্ধশিলা  লাভ করা যায়। ভদ্রবাহুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈন দের বলা হয় দিগম্বর। স্থূল ভদ্রের  নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনদের বলা হয়  শ্বেতাম্বর। জৈনশ্রমন ভদ্রবাহু

COMPETITIVE GK PART 4 GEOGRAPHY INDIAN RIVERS

সিন্ধু নদীর উৎস মানস সরোবর হ্রদ এর কাছে এবং পতনস্থল আরবসাগর। সিন্ধুর উপনদী গুলির মধ্যে উল্লেখযোগ্য হল শতদ্রু ,বিপাশা ,ইরাবতী ,বিতস্তা, চন্দ্রভাগা। শতদ্রু নদী মানস সরোবরের রাক্ষসহ্রদ থেকে উৎপত্তি হয়ে শিপকিলা গিরিপথের কাছে ভারতে প্রবেশ করেছে। শতদ্রু নদীর উপর নির্মিত বাঁধ হল ভাকরা নাঙ্গাল। থেন ড্যাম ইরাবতী নদীর উপর অবস্থিত। গঙ্গার ডান তীরের উপনদী গুলো হল যমুনা ও শোন। গঙ্গার বাম তীরের উপনদী গুলো হল রামগঙ্গা , গোমতী,ঘর্ঘরা, গন্ডক, বাগমতী,কোশী, বুড়িগন্ডক,মহানন্দা। ফরাক্কাও টেহরী ড্যাম ভাগীরথী নদীর উপর অবস্থিত। যমুনা হল ভারতের দীর্ঘতম নদী, যমুনোত্রী হিমবাহ থেকে সৃষ্ট, গঙ্গার উপনদী এটি। যমুনার উপনদী গুলো হল চম্বল ,বেতোয়া,কেন,সিন্ধু। অসম ব্যারেজ যমুনার উপর অবস্থিত। কালাগড় বাঁধ রামগঙ্গার উপর অবস্থিত। রাপ্তি, সারদা,সরযূ এগুলি ঘর্ঘরার উপনদী। তিব্বত নেপাল সীমান্তে অবস্থিত গন্ডক। কালীগন্ডক,মায়ানগাডী,বারিত্রিশূলী ইত্যাদি হল গন্ডকের উপনদী। কোশী নদীর উপনদী গুলো হল অরুণ,কুমার। কোশী ভারতের সর্বাধিক গতিপথ পরিবর্তন কারী নদী। ছোটনাগপুরের খামারপোত পাহাড়ে দামোদর নদের উৎসস্থল। বরাক

PHRASAL VERBS

Act upon / on - affect  - ক্ষতি করা Ask for- pray - প্রার্থনা করা বা চাওয়া Bear with - tolerate - সহ্য করা Blow with - emit - নির্গত হওয়া Breakdown- decline - ভেঙে পড়া Break into-  enter by force - ভেঙে প্রবেশ করা Break off- stop suddenly - হঠাৎ থামা Break out - spread suddenly. - হঠাৎ ছড়িয়ে পড়া Break up- close - বন্ধ হওয়া Bring about- cause to happen - ঘটানো Bring down- reduce -কমে যাওয়া Bring in- yield-দেওয়া Bring out- publish- প্রকাশ করা Bring up- Rear.-লালন পালন করা Burst out - begin suddenly.-ফেটে পড়া Carry out- Obey-মেনে চলা Carry on- continue-চালিয়ে যাওয়া Call up - remember.-স্মরণ করা Call out- shout-চিৎকার করা Call off - withdraw-তুলে নেওয়া Call in- send for-ছুড়ে ফেলা Call for- demand-দাবি করা Call at - visit.-কোথাও যাওয়া Cut off - separate-বিচ্ছিন্ন করা Cut down- reduce-কমানো Cry out- shout-চিৎকার করা Cry for- demand-দাবি করা Come round- recover-আরোগ্য লাভ করা Come out- publish-প্রকাশ করা Come off - take place.-ঘটা Come of - born

English class :- Article

Article দুই প্রকার :- indefinite article ( a ,an)  definite article ( the) . 1. Uses of 'A' @ যখন কোন word consonant দিয়ে শুরু হয় তার আগে A বসে। যেমন:-a ball. A cow. @ যখন কোন শব্দ O দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ ওয়া এর মত হয় । যেমন :- a one rupee note. @ যখন কোন শব্দ U দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ ইউর মত হয়। যেমন:- A university. A Union. @ অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে। যেমন:- A mr.maity call you. @  ঐরকম একজনকে বোঝাতে A ব্যবহার করা হয়। যেমন:- He thinks he is a rabindranath. @ Each or per বোঝাতে A ব্যবহার করা হয়. যেমন:- he earns rupees five hundred a (Per) day  . @ few, little, lot of, good deal ইত্যাদির পূর্বে এবং many এরপরে A ব্যবহার হয়। There are a  few books on the table. 2 . Uses of 'an' @ Vowel এর আগে। An apple.An orange. @ কোন শব্দ যদি consonant দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি Vowel এর মত হয় তার আগে An বসে। An M.L.A AN M.P AN S.D.O @ যদি কোন শব্দ h দিয়ে শুরু হয় এবং এর উচ্চারণ অনুচ্চারিত হলে অর্থাৎ উহ্য থাকলে

COMPETITIVE GK PART 3 HISTORY

1)ড রমেশচন্দ্র মজুমদার স্কন্দ গুপ্ত কে ভারতের রক্ষাকারী বলেছেন। 2)প্রথম কুমার গুপ্তের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য। 3 )বিশাখাদত্ত রচনা করেন মুদ্রারাক্ষস। 4) কিরীতার্জুনীয়ম রচনা করেন ভারবি। 5) শব্দ কোষ বা অভিধান প্রণেতা অমর সিংহ , যিনি অমরকোষ রচনা করেছিলেন। 6) সূর্যসিদ্ধান্ত গ্রন্থের রচনা করেন আর্য ভট্ট। 7)মিহিরকুল এর পিতা ছিলেন তোরমান। 8)মিহির কুলের রাজধানী ছিল শাকল বা শিয়ালকোট। 9)শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ , ইনি শিবের উপাসক ছিলেন। 10)শশাঙ্ক কে গৌড়াধর্ম বা গৌড়ভূজঙ্গ বলে উল্লেখ করেন বানভট্ট। 11. দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র নামে পরিচিত প্রয়াগ। 12. হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। 13. কাদম্বরী ও হর্ষচরিত এর রচনা করেন বানভট্ট। 14. হিউ এন সাং ভারতে আসেন 630 খ্রিস্টাব্দে। 15. নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা সবকয়টি হর্ষবর্ধনের লেখা সংস্কৃত নাটক। 16. সকল উত্তর পথনাথ হর্ষবর্ধন এই উপাধি ধারণ করেছিলেন। 17. হিউ এন সাং এর মতে কনৌজ ছিল আর্যাবর্তের সর্বপেক্ষা সমৃদ্ধ নগর। 18. পাল প্রতিহার ও রাষ্ট্রকূট এই তিনটি শক্তিকে একত্রে ত্রিশক্তি বলা হয় আর এদের প্রত্যেকের মধ্য

COMPETITIVE GK PART 2 GEOGRAPHY

All GK  ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে ছিল স্বাধীনতার পূর্বে এবং বর্তমানে এটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে অবস্থিত এবং এই লাইনটি ভারতের অরুণাচল প্রদেশ কে চীন অধিকৃত তিব্বত থেকে আলাদা করেছে। রেডক্লিপ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত। 24 তম প্যারালাল লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের কাশ্মীর এর মধ্যে অবস্থিত 28 তম প্যারালাল লাইন ভারতের কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর এর মধ্যে অবস্থিত। হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত। ম্যাগিনট লাইন ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত। গ্রেট চ্যানেল আন্দামান-নিকোবর ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। নয় ডিগ্রী চ্যানেল মিনিকয় এবং লাক্ষাদ্বীপ এর মধ্যে অবস্থিত। 8  ডিগ্রি চ্যানেল মালদ্বীপ এবং মিনিটের মধ্যে অবস্থিত। মান্নান উপসাগর ও পক প্রণালী ভারত ও শ্রীলংকার মধ্যে অবস্থিত। ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান ও লিটন আন্দামান এর মধ্যে অবস্থিত। নাঙ্গা পর্বত 8126 মিটার